ডিজিটাল মার্কেটিং চাকুরীর সুযোগ
বেসিক বেতন – ৮ ,000 টাকা
জবের কিছু শর্ত
১। শিক্ষাগত যোগ্যতাঃ সর্বনিম্ন SSC পাস ২। মোবাইল-ফোন দিয়ে কাজ করা যাবে ( ফোনের RAM minimum 2GB হতে হবে) ৩। বেসিক ইন্টারনেট Browsing জানতে হবে ৪। টাইপিং স্পীড ভালো থাকতে হবে ৫। দিনে সর্বনিম্ন ৫ ঘণ্টা সময় দিতে হবে ৬। বেসিক বেতন ৮ ,000 টাকা (কমিশন সুবিধা আছে) সময় বেশী দিলে মাসে ২৫-৩০,০০০ টাকা ইনকাম করা সম্ভব ৭। কাজের ধরন এবং তথ্যঃ আমাদের কাজগুলো হলো Digital Marketing/ Affiliate Marketing – P.P.L, C.P.S, C.O.D, P.P.S অনলাইনে কোম্পানির Service বা Offer প্রমোশন করে লিড জেনারেশন করা। এই কাজগুলো সম্পর্কে জানতে আপনি গুগল অথবা ইউটিউব এর সাহায্য নিতে পারেন। সংক্ষেপে এটাই হচ্ছে মূল কাজ। Amazon এর মতো আমাদের কোম্পানির নিজস্ব মার্কেটপ্লেসও কাজ করতে পারবেন। কাজের সময়ঃ যেহেতু ফ্রিল্যান্সিং ভিত্তিক কাজ, তাই আপনি আপনার ইচ্ছে মতো সময় দিতে পারবেন। যা প্রয়োজনঃ মোবাইল ফোন/কম্পিউটার/ল্যাপটপ। বেতনঃ ৮,০০০টাকা। পেমেন্ট সাপ্তাহিক বা মাসিক উত্তোলনের সুযোগ রয়েছে। অন্যান্য কমিশন ভিত্তিক কাজ করে ২৫,০০০টাকা পর্যন্ত ইনকামের সুযোগ।